গ্রিসের প্রধানমন্ত্রী ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2017-04-24 18:45:50  cri
এপ্রিল ২৪: গ্রিসের প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাসের সঙ্গে বৈঠক করেছেন এথেন্স সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল (রোববার) এ বৈঠক অনুষ্ঠিত হয়। 'প্রাচীন সভ্যতা ফোরামে' অংশ নিতে গ্রিস সফর করছেন ওয়াং ই।

বৈঠকে গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, 'এক অঞ্চল, এক পথ' শীর্ষক ফোরামে চীনের আমন্ত্রণ পেয়ে আনন্দিত তিনি। গ্রিসের আন্তর্জাতিক যোগাযোগ ও সরবরাহ কেন্দ্র নির্মাণ পরিকল্পনার সঙ্গে চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের অনেক মিল রয়েছে বলে উল্লেখ করেন তিনি। পিরায়েউস বন্দর প্রকল্প দু'পক্ষের কৌশলগত প্রথম পদক্ষেপ। চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক, পর্যটন, সংস্কৃতি ও যোগাযোগ খাতে বাস্তব সহযোগিতা চালাতে আগ্রহী গ্রিস। এ ফোরামের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যৌথ প্রচেষ্টা চালানোর আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।

বৈঠকে ওয়াং ই বলেন, দেশটির পিরায়েউস বন্দর শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। চলতি বছর চীন-গ্রিস কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫ বছর। এ উপলক্ষ্যে দু'দেশের রাজনৈতিক আস্থা বাড়বে বলে আশা করেন তিনি। 'প্রাচীন সভ্যতা ফোরামে'র কাঠামোতে দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নত হবে বলে আশা করেন তিনি।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040