আন্তর্জাতিক চিকিত্সা সেবা কেন্দ্র নির্মাণ করছে চীনের সিন চিয়াং
  2017-04-24 18:40:59  cri
এপ্রিল ২৪: 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় আন্তর্জাতিক চিকিত্সা সেবা কেন্দ্র তৈরি করছে চীনের সিন চিয়াং স্বায়ত্তশাসিত প্রদেশ। এ উদ্যোগ শুরুর পর থেকেই চীনের সিন চিয়াং ৮টি দেশের সঙ্গে সংযোগের সুবিধা কাজে লাগানোর চেষ্টা করছে।

সিন চিয়াং অঞ্চল চিকিত্সা সেবার ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় জোরদার করছে। সিন চিয়াং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম হাসপাতালসহ আঞ্চলিক পর্যায়ের ৫টি স্বায়ত্তশাসিত হাসপাতালে আন্তর্জাতিক চিকিত্সা সেবা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। এসব বিভাগে সংশ্লিষ্ট দেশের ভাষায় দক্ষ চিকিত্সক ও নার্স থাকবে। পাশাপাশি হাসপাতালগুলোতে বিদেশি রোগীদের সুবিধা দিতে 'গ্রিন চ্যানেল' চালু হবে। বর্তমানে ওই ৫টি হাসপাতালে বিদেশি রোগীদের জন্য ৫০০ শয্যা রয়েছে।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040