'এক অঞ্চল, এক পথ' মানে কী?
  2017-04-24 18:18:30  cri

২০১৩ সালের ৭ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কাজাখস্তানের নাজারবায়েভ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় যৌথভাবে 'রেশমপথ অর্থনৈতিক অঞ্চল' প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন।

তার প্রস্তাবিত 'রেশমপথ অর্থনৈতিক অঞ্চল'-এর পূর্ব দিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক বেল্ট এবং পশ্চিম দিকে শিল্পোন্নত ইউরোপীয় অর্থনৈতিক বেল্ট। 'রেশমপথ অর্থনৈতিক অঞ্চল'-কে বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় অর্থনৈতিক বেল্ট হিসেবে গণ্য করা হয়।

২০১৩ সালেরই অক্টোবর মাসে প্রেসিডেন্ট সি চিন পিং আসিয়ান সফরের সময় যৌথভাবে 'একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ' প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। 'একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ' হচ্ছে আসিয়ানমুখী সামুদ্রিক রেশমপথ।

তো, 'রেশমপথ অর্থনৈতিক অঞ্চল' এবং 'একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ'—এ দু'টিকে একসাথে বলা হয় 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বা কৌশল। গেল তিন বছর ধরেই এতদঞ্চলে উক্ত উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040