যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবাধ বাণিজ্য ইস্যুতে মার্কিন সরকারের উন্মুক্ত দৃষ্টিভঙ্গি
  2017-04-24 17:02:11  cri
এপ্রিল ২৪: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবাধ বাণিজ্য ইস্যুতে উন্মুক্ত দৃষ্টিভঙ্গি পোষণ করে মার্কিন সরকার। গতকাল (রোববার) ব্রিটেনের ফাইনানশ্যল টাইমস পত্রিকার প্রবন্ধে এ কথা বলেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী ওয়েবার রস।

রস বলেন, ইউরোপে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঘাটতি কমানো ট্রাম্প সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, ট্রাম্প সরকার বিশ্ব অর্থনীতিতে সংরক্ষণবাদ ধারণা পোষণ করলেও বড় আকারের বাণিজ্যিক অংশীদারের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরে আগ্রহী নতুন মার্কিন প্রশাসন।

রস আরও বলেন, ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরই প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা চুক্তি বা টিপিপি থেকে সরে গেছে। তবে টিটিআইপি সংক্রান্ত বৈঠকে এ দৃষ্টিভঙ্গি পোষণ করবে না বলে উল্লেখ করেন তিনি।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040