কোরিয়া উপদ্বীপ পরিস্থিতি নিয়ে চীন ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ
  2017-04-24 17:01:30  cri
এপ্রিল ২৪: সোমবার কোরীয় উপদ্বীপ পরিস্থিতি নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মার-আ-লাগোতে সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট সি বলেন, ফোনালাপে গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে, যা দু'দেশের জনগণ ও আন্তর্জাতিক সমাজের কাছে প্রশংসিত হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা।

সি চিন পিং আরও বলেন, এখন দু'দেশের উচিত প্রেসিডেন্টদের মতৈক্য বাস্তবায়ন করা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন করা। দু'দেশের বিভিন্ন মহলের সমন্বয় জোরদার এবং চলতি বছর মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের কথাও উল্লেখ করেন তিনি।

ফোনালাপে ডোনাল্ড ট্রাম্পও মার-আ-লাগোর বৈঠক সুষ্ঠু হয়েছে বলে উল্লেখ করেন। দু'দেশের সম্পর্কোন্নয়নে সন্তুষ্টি প্রকাশ ও চীনা জনগণের প্রতি শ্রদ্ধা জানান ট্রাম্প। তিনি বলেন, দু'দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার করা জরুরি। চীনের প্রেসিডেন্ট সি'র সঙ্গে দ্রুত সাক্ষাতের প্রত্যাশাও করেন ট্রাম্প।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040