'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট মহাকাশবিষয়ক নব্যতাপ্রবর্তন জোট প্রতিষ্ঠিত
  2017-04-24 15:05:43  cri
এপ্রিল ২৪: আজ (সোমবার) চীনের দ্বিতীয় মহাকাশ দিবস। গতকাল (রোববার) 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট মহাকাশবিষয়ক নব্যতাপ্রবর্তন জোট চীনের সি'আন শহরে প্রতিষ্ঠিত হয়। রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১০টি দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ও চীনের ২৯টি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠান এ জোটের সদস্য।

'এক অঞ্চল, এক পথ' মহাকাশবিষয়ক নব্যতাপ্রবর্তন জোট আন্তর্জাতিক মহাকাশ খাতে জড়িত বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, পেশাগত প্রতিষ্ঠানের উদ্যোগে গঠিত বেসরকারি সংস্থার অন্যতম। বেলজিয়াম, ফ্রান্স, ইউক্রেন, স্পেইন, ইতালি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, আলজেরিয়া, মিশর ও পাকিস্তানসহ মোট ১০টি দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় এবং চীনের ২৯টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা এ জোটে অংশ নিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ খাতে চীন ও রাশিয়ার সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে। এবার রুশ ৭টি বিশ্ববিদ্যালয় এ জোটে অংশ নিয়েছে। সেন্ট পিটার্সবুর্গ মহাকাশ যন্ত্রবিষয়ক বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট কনস্তানতিন লইসভ বলেন, ভবিষ্যতে এ কাঠামোতে চীনের সাথে আরো কার্যকর সহযোগিতা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন,

'গত বছর মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তিবিষয়ক নীতিমালা স্বাক্ষর করেছে রুশ ও চীন সরকার, যা দু'দেশের মহাকাশ খাতের অগ্রগতির জন্য সহায়ক। সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ খাতে দু'দেশের সহযোগিতা ঘনিষ্ঠ। বর্তমানে নিজের রকেট ও নিক্ষেপ কেন্দ্র রয়েছ এবং দেশ দু'টি স্বাধীনভাবে উপগ্রহ গবেষণা করতে সক্ষম, ভবিষ্যতে আরো বেশি সহযোগিতা চালিয়ে যাবে দু'দেশ।'

আন্তর্জাতিক মহাকাশবিষয়ক বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও পেশাগত প্রতিষ্ঠানের প্রাধান্য নিয়ে 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে মিশ্রণ ঘটানোর লক্ষ্য হলো এ জোট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। জোটের সচিবালয় চীনের নর্থওয়েস্টার্ন শিল্প বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভবিষ্যতে জোটের উন্নয়ন নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ওয়াং জিন সোং বলেন,

'যত দ্রুত সম্ভব জোটের সহযোগিতামূলক প্রশাসনিক ব্যবস্থা ও পদ্ধতি নির্ধারণ করতে হবে। এ জোটকে বিশ্বের প্রভাবশালী ও ব্যাপক অংশগ্রহণকারীদের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাতে হবে। জোটের বিভিন্ন সদস্যের প্রাধান্য নিয়ে আঞ্চলিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন বিভিন্ন বৈশিষ্ট্যময় বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তা ছাড়া, সরকারের সহযোগিতামূলক প্রকল্প নিয়ে প্রযুক্তি হস্তান্তর, সাংস্কৃতিক বিনিময় ও দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণসহ গভীর সহযোগিতা বাস্তবায়ন করা হবে।'

গত বছরের শেষ দিকে, চীনের জাতীয় প্রতিরক্ষা ও বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক শিল্প ব্যুরো এবং চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির যৌথ উদ্যোগে 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশের মহাকাশ তথ্য করিডোর নির্মাণ ও প্রয়োগ সম্পর্কে নির্দেশনা প্রকাশিত হয়। তাতে আন্তর্জাতিক উপগ্রহ ব্যবস্থার সহযোগিতা জোরদার করা হবে বলে উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে মহাকাশ সম্পদের সহযোগিতা, সমন্বয়, ডেটা বিনিময় ও যৌথ পর্যবেক্ষণসহ বিভিন্ন পদ্ধতিতে 'এক অঞ্চল, এক পথ' স্যাটেলাইট ব্রডব্যান্ড যোগাযোগের নেটওয়ার্ক, উপগ্রহ ব্যবস্থা, আবহাওয়া উপগ্রহ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন যৌথ উপগ্রহ পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবস্থাপনা স্থাপন করা ইত্যাদি।

এ সম্পর্কে চীনের জাতীয় প্রতিরক্ষা ও বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক শিল্প ব্যুরোর প্রধান প্রকৌশলী, চীনের জাতীয় মহাকাশ ব্যুরোর মহাসচিব থিয়ান ইউ লোং বলেন,

'বিভিন্ন সহযোগিতার মাধ্যমে মহাকাশে রেশমপথ তৈরি করা সক্ষম। এ জোটের প্রতিষ্ঠা অতি গুরুত্বপূর্ণ, তা চীন সরকারের উদ্যোগে 'এক অঞ্চল, এক পথ' মহাকাশ তথ্য করিডোর নির্মাণের মূল ভিত্তি হবে বলে আশা করি।' (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040