ভবিষ্যত সহযোগিতা জোরদারে বিশ্ব ব্যাংক ও এআইআইবি'র মধ্যে স্মারক স্বাক্ষরিত
  2017-04-24 14:49:42  cri
এপ্রিল ২৪: ভবিষ্যত সহযোগিতা জোরদারে গতকাল (রোববার) ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও এশিয়া অবকাঠামো পুঁজি বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-র মধ্যে এক স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এদিন বিশ্ব ব্যাংক এক বিবৃতিতে জানায়, এই স্মারক পুঁজি সংগ্রহ, মানবিক বিনিময়সহ দু'পক্ষের অভিন্ন স্বার্থ জড়িত খাতে সহযোগিতামূলক কাঠামো প্রদান করবে। এটি দু'পক্ষের আঞ্চলিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বয় ও সহযোগিতায় ভিত্তি সৃষ্টি করবে বলেও মনে করা হয়।

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বিবৃতিতে জানান, এআইআইবি'র শুরু থেকেই এর সাথে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে আসছে বিশ্ব ব্যাংক।

একই বিবৃতিতে এআইআইবি'র গভর্নর জানান, এই স্মারক এআইআইবি'র নতুন আকারের আন্তর্জাতিকায়ন ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

বিশ্ব ব্যাংকের সাথে এআইআইবি'র সহযোগিতামূলক সম্পর্ক গভীরতরও করেছে এই স্মারক।

এদিকে, গত এপ্রিলে বিশ্ব ব্যাংক ও এআইআইবি'র যৌথ পুঁজি সংগ্রহ সংক্রান্ত প্রথম কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে দু'পক্ষ পাকিস্তান, আজারবাইজান এবং ইন্দোনেশিয়াসহ সংশ্লিষ্ট দেশে পাঁচটি পুঁজি সংগ্রহ সংক্রান্ত প্রকল্প চালু করেছে। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040