কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়ন এবং এ অঞ্চলের শান্তি রক্ষা করা হলো চীনের লক্ষ্য: ওয়াং ই
  2017-04-24 14:48:51  cri
এপ্রিল ২৪: কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়ন এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হলো চীনের লক্ষ্য। গতকাল (রোববার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এথেন্সে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান।

ওয়াং ই বলেন, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যায় চীনের অবস্থান বরাবরই স্পষ্ট এবং তা কখনো পরিবর্তন হবে না। তিনি বলেন, কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়ন এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হলো চীনের লক্ষ্য। এজন্যই শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, চীন সবসময় কোরীয় উপদ্বীপের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় দায়িত্বশীল মনোভাব নিয়ে শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছে। সম্প্রতি আমরা যে সুসংহত ও যৌক্তিক প্রস্তাব উত্থাপন করেছি, তা অধিক থেকে অধিকতর দেশের সমর্থন পেয়েছে। এই সমস্যা সমাধানে উত্তর কোরিয়া নিজের সমাধানের প্রস্তাব দেবে বলেও প্রত্যাশা করে বেইজিং।

এ ছাড়া, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করতে বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপ ও পরামর্শ বজায় রাখতে বেইজিং আগ্রহী বলেও জানান তিনি।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040