ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটদানে প্রবেশ করেছেন মাক্রোঁ ও ল্য পেন
  2017-04-24 11:41:54  cri

এমানুয়েল মাক্রোঁ

এপ্রিল ২৪: ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গতকাল (রোববার) রাতে প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, 'বাম নয়, ডান নয়' মধ্যপন্থি প্রার্থী এমানুয়েল মাক্রোঁ ও কট্টর-ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন)-র প্রার্থী মারিন ল্য পেন গতকাল অনুষ্ঠিত ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটে এগিয়ে দ্বিতীয় দফায় প্রবেশ করেছেন।

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, মাক্রোঁ ২৩.৭ শতাংশ বৈধ ভোট পেয়েছেন। ল্য পেন ২১.৭ শতাংশ বৈধ ভোট পেয়েছেন। মধ্য-ডানপন্থি রিপাবলিকান দলীয় প্রার্থী ফ্রঁসোয়া ফিয়ঁ ১৯.৫ শতাংশ বৈধ ভোট পেয়েছেন।

মারিন ল্য পেন

এ দিন রাতে ফিয়ঁ টেলিভিশন ভাষণে নির্বাচনে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেন। তিনি ভোটারদের দ্বিতীয় দফায় মাক্রোঁকে সমর্থনের আহ্বান জানিয়েছেন।

ফরাসি প্রধানমন্ত্রী বের্নার্ড কাজেনেভও প্রকাশ্যে ভোটারদের মাক্রোঁকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটদান ৭ মে অনুষ্ঠিত হবে। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040