এথেন্সে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
  2017-04-24 11:24:54  cri

এপ্রিল ২৪: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) এথেন্সে 'প্রাচীন সভ্যতার রাষ্ট্র ফোরাম'-র প্রথম মন্ত্রিসভা চলাকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেন।

ওয়াং ই বলেন, চীন-ইরান সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নীত হচ্ছে। দু'দেশের শীর্ষনেতাদের পারস্পরিক সফর হয়েছে। দু'পক্ষের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতি সহ নানা ক্ষেত্রের সহযোগিতা গভীরতর হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে দু'দেশ নিবিঢ় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছে। ইরান ছিল প্রাচীন রেশমপথের গুরুত্বপূর্ণ দেশ। চীন 'এক অঞ্চল, এক পথ' বিষয়ক ঊর্ধ্বতন পর্যায়ের অধিবেশনে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা পাঠানোকে স্বাগত জানায়। 'প্রাচীন সভ্যতার রাষ্ট্র ফোরাম'-র সদস্য রাষ্ট্র হিসেবে চীন ও ইরানের উচিত সহযোগিতা জোরদার করা, বিভিন্ন পক্ষকে প্রাচীন সভ্যতা থেকে শেখার নির্দেশনা দেওয়া এবং যৌথভাবে বিশ্ব শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করা।

জারিফ বলেন, ইরান কৌশলগত ও সুদূরদৃষ্টিকোণ থেকে চীনের সঙ্গে সম্পর্ক বিবেচনা করে। দু'দেশের শীর্ষনেতাদের পারস্পরিক সফর দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কোন্নয়নের জন্য মজবুত ভিত্তি স্থাপন করেছে। ইরান চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব সমর্থন করে এবং 'প্রাচীন সভ্যতার রাষ্ট্র ফোরাম'-র মাধ্যমে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ ত্বরান্বিত করতে ও অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে চায়। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040