চীনের চেচিয়াং বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন
  2017-04-23 20:21:06  cri

বৈশাখের নিদাঘ তপ্ত দহনে হৃদয় আজি তৃষ্ণার্ত। স্বয়ং রবিগুরুর লেখনীতেই রয়েছে -সময়টা বেশ আরামের নয়। এরই মধ্যে লোকে গলা ফাটিয়ে গাইছে "এসো হে বৈশাখ, এসো এসো……" বাঙালি না হলে এমন আর কারা করে? বাঙালি তার নববর্ষ কে এভাবেই বরণ করে নেয়।

বরাবরের মত এবারও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম ক্যাম্পাসে 'বাংলাদেশ স্টুডেন্টস এন্ড স্কলারস এসোসিয়েশন- চেচিয়াং বিশ্ববিদ্যালয়' এর উদ্যোগে গত ১৫ এপ্রিল উদযাপিত হলো বাঙালির প্রাণের বৈশাখী উৎসব। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেয়া হলো বাংলা নববর্ষ। সূর্যোদয়ের সাথে সাথে অতীতের সকল গ্লানি ভুলে আগামীর একরাশ মঙ্গল কামনায় সকল প্রবাসী বাঙালি একসাথে গেয়ে উঠে- এসো হে বৈশাখ! অতঃপর সুদূর প্রবাসে সবাই মেতে উঠে বৈশাখী প্রীতিভোজে। ভোজনপর্বে পান্তা ইলিশ সহ ঐতিহ্যবাহী বাঙালি খাবারগুলো প্রাধান্য পায়।

বাঙালি সাজে নেচে গেয়ে সাড়ম্বরে একটি বৈশাখী র‍্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ছোট বড় সবার আনন্দমুখর নববর্ষ উদযাপন দেখে চীনারাও আনন্দে উদ্বেলিত।

তারপর চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় । বাংলা নাচ-গান, কবিতা আবৃত্তি, বিভিন্ন ধরণের লোকজ খেলাধূলার মাধ্যমে সবাই দেশীয় আমেজে বরণ করে নেয় বাংলার নতুন বছর ১৪২৪।(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040