চীনের তৈরি সি-৯১৯ বিমানের উচ্চ গতির পরীক্ষা সফল
  2017-04-23 19:55:17  cri
এপ্রিল ২৩: রোববার সকালে শাংহাইয়ের পুতোং বিমান বন্দরে চীনের তৈরি সি-৯১৯ বিমানের উচ্চ গতির ট্যাক্সিং পরীক্ষা সফল হয়েছে। এটি বিমানটির চতুর্থ পরীক্ষা।

বিমানের সিস্টেম ইন্টিগ্রেশন পরীক্ষা ও ল্যাব পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ট্যাক্সিং পরীক্ষা চালানো হয়। এ পরীক্ষার অর্থ, বিমানটি উড্ডয়নের জন্য প্রস্তুত। ট্যাক্সিংয়ের সময় নানা সমস্যা মোকাবিলা করতে পারলেই ফ্লাইটটি উড্ডয়নের জন্য প্রস্তুত বলে ধরে নেওয়া হয়।

বেসামরিক বিমানের জন্য নিম্ন গতির ট্যাক্সিং পরীক্ষা করা হয়। অর্থাত্‌ বিমানের গতি প্রতি ঘন্টায় ৫৫ কিলোমিটারের মধ্যে নিয়ন্ত্রণ করা হয়। মাঝারি গতির ট্যাক্সিং অর্থ, ঘন্টায় ৫৫ থেকে ১৭০ কিলোমিটারের মধ্যে এবং উচ্চ গতির ট্যাক্সিং অর্থ, ঘন্টায় ১৭০ কিলোমিটারের বেশি।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040