হাওরের ক্ষতিগ্রস্ত মানুষদের মাসে ৩০ কেজি চাল দেয়া হবে: ত্রাণমন্ত্রী
  2017-04-23 19:06:07  cri
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, বন্যায় হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৩০ হাজার মানুষকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ করে টাকা দেওয়া হবে।

এছাড়া ওএমএসের মাধ্যমে দেড় লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এদিকে, পানিসম্পদ মন্ত্রী আনিসুল হক মাহমুদ বলেছেন, যদি বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে হাওরে বিপর্যয় ঘটে থাকে তবে দায়ীদের বিরদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। চলতি বছর নতুন বাঁধ নির্মাণ ও পুরনো বাঁধ মেরামতে ৬০ কোটি টাকার প্রকল্প নিয়েছে বলে জানান মন্ত্রী। অন্যদিকে সুনামগঞ্জে হাওরের পানি পরীক্ষা করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিশেষজ্ঞরা বলেছেন, তাতে তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি। তবে, আরো পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙ্গে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওরে ধান নষ্ট হয় এবং বিষক্রিয়ায় মাছ ও হাস মারা যায়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040