জাপান-যুক্তরাষ্ট্র যৌথ নৌ প্রশিক্ষণ শুরু
  2017-04-23 16:24:09  cri

এপ্রিল ২৩: জাপানের দু'টি ডেস্ট্রয়ার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের 'কার্ল ভিনসন' বিমানবাহী জাহাজের সঙ্গে যৌথ প্রশিক্ষণে যোগ দিয়েছে। জাপানের প্রতিরক্ষা নৌবাহিনীর ওয়েবসাইট আজ (রোববার) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোববার থেকে পরবর্তী কিছু দিন জাপানের 'আশিগারা মসি' ও 'সামিদারে' ডেস্ট্রয়ার এবং মার্কিন বিমানবাহী জাহাজ 'কার্ল ভিনসন' প্রশান্ত মহাসাগরে যৌথ প্রশিক্ষণ চালাবে।

এর আগে জাপানের গণমাধ্যম জানিয়েছিল, দু'টি জাপানি ডেস্ট্রয়ার গত শুক্রবার সকালে রওনা দেয়। রোববার সকালে প্রশান্ত মহাসাগরে 'কার্ল ভিনসনের' সঙ্গে যুক্ত হবে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040