উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংলাপ নিয়ে চীন-অস্ট্রেলিয়ার প্রথম যৌথ বিবৃতি
  2017-04-23 16:22:02  cri

এপ্রিল ২৩: গত শুক্রবার সিডনি সফররত চীনের কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য মেং চিয়েন জু এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বৈঠক হয়েছে। তারা উচ্চ পর্যায়ের নিরাপত্তাবিষয়ক প্রথম সংলাপ আয়োজনে একমত হয়েছেন এবং একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, দু'পক্ষ আইন ও বিচার ইস্যুতে সহযোগিতা জোরদার করবে। অস্ট্রেলিয়া সরকার তাড়াতাড়ি 'একস্ট্রডাইট চুক্তি' অনুমোদন করার প্রতিশ্রুতিও দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, দু'পক্ষ একটি শান্তিপূর্ণ, নিরাপদ, উন্মুক্ত এবং সহযোগিতামূলক তথ্য ও টেলি-যোগাযোগ প্রযুক্তির পরিবেশ তৈরি করবে। সাইবার অপরাধ দমনেও সহযোগিতা করবে দুই পক্ষ।

বিবৃতিতে আরো বলা হয়, দু'পক্ষ পারস্পরিক সম্মানের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী সহযোগিতা চালাবে। তা ছাড়া, মাদক দমন, অবৈধ অভিবাসী ঠেকানো, মানি লন্ডারিং প্রতিরোধ এবং নিরাপত্তাসংক্রান্ত সহযোগিতা জোরদার করবে দুই দেশ।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040