বাংলাদেশে প্রবাসী আয় গত বছরের চেয়ে কমেছে: বিশ্বব্যাংক
  2017-04-22 20:04:29  cri
বাংলাদেশে প্রবাসী আয় গত বছরের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ কমেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার ওয়াশিংটনে সংস্থাটির বসন্তকালীন বৈঠক, অভিবাসন ও উন্নয়ন বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে, ২০১৭ সালে প্রবাসীয় আয় ২ দশমিক ৪ শতাংশ হারে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়, শুধু বাংলাদেশ নয় উন্নয়নশীল দেশগুলোতে প্রবাসী আয়ের পরিমাণ আগের বছরের চেয়ে ২ দশমিক ৪ শতাংশ কমে ৪২ হাজার ৯০০ কোটি ডলার হয়েছে। ২০১৫ সালে এর পরিমাণ ছিল ৪৪ হাজার কোটি ডলার। তেলের দরপতন, দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে প্রবাসী আয় কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040