'এক অঞ্চল, এক পথ' কৌশলের 'চারটি প্রথম' বিষয় তৈরি করেছে চীন ও কাজাখস্তান: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
  2017-04-22 20:02:49  cri
এপ্রিল ২২: 'এক অঞ্চল, এক পথ' কৌশলের 'চারটি প্রথম' বিষয় তৈরি করেছে চীন ও কাজাখস্তান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শুক্রবার) আসতানায় কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাইরাত আব্দাখমানোভের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

ওয়াং ই বলেন, এ চারটি বিষয় হলো, ২০১৩ সালের সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কাজাখস্তান সফরের সময় প্রথম রেশমপথ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দেন। রেশমপথ অর্থনৈতিক অঞ্চল চীন থেকে পশ্চিমাঞ্চলে গিয়েছে। আর পশ্চিমের প্রথম গন্তব্য কাজাখস্তান। চীন এ অর্থনৈতিক অঞ্চলসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা শুরু করে। সেক্ষেত্রেও প্রথম দেশ কাজাখস্তান। চীন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কৌশলগতভাবে যুক্ত। এসব দেশের মধ্যে প্রথম কাজাখস্তান। এর ফলে দু'দেশ ইতোমধ্যেই 'এক অঞ্চল, এক পথ' কৌশলের সাফল্য অর্জন করেছে।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040