এসডিআর ব্যবহারে বড় ভূমিকা পালন করতে চায় চীন
  2017-04-22 17:51:37  cri

এপ্রিল ২২: চীনের কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআর বাস্কেটের পরিধি সম্প্রসারণে আরও বড় ভূমিকা পালন করতে ইচ্ছুক। চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ই কাং গতকাল (শুক্রবার) ২০১৭ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বসন্তকালীন অধিবেশনের এক ফোরামে এ কথা বলেছেন।

ই কাং বলেন, এসডিআর সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকও এ ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক চীনের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অন্যান্য মুদ্রা বিনিময় করতে পারে।

ই কাং আরও বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত বর্তমান আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা উন্নত করার বিষয়ে চিন্তা করা, যাতে আরও সহজ ও কার্যকরভাবে সংকট মোকাবিলা করা যায়। এসডিআর ব্যবস্থা এ ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040