যুক্তরাষ্ট্রের কার্যক্রমের ওপর উত্তর কোরিয়ায় নজরদারি
  2017-04-22 17:50:56  cri
এপ্রিল ২২: উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যক্রমের ওপর নজর রাখছে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো আক্রমণাত্মক অভিযান চালালে উত্তর কোরিয়া তার দৃঢ় প্রতিবাদ জানাবে। এ প্রতিবাদের জন্য দেশটির বাহিনী প্রস্তুত আছে। দেশটির কেন্দ্রীয় বার্তা সংস্থার গতকাল (শুক্রবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

মুখপাত্র জানান, উত্তর কোরিয়া শান্তি রক্ষাকারী সমাজতান্ত্রিক দেশ। কিন্তু যুদ্ধের ভয় পায় না দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে উত্তর কোরিয়া যথাযথভাবে তার জবাব দেবে।

তা ছাড়া, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলিয়ে বিশপ সম্প্রতি উত্তর কোরিয়াকে অভিযুক্ত করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতি তার সমর্থন জানিয়েছেন। উত্তর কোরিয়ার পদক্ষেপ আঞ্চলিক ও বিশ্ব শান্তিতে গুরুতর হুমকি সৃষ্টি করেছে বলে উল্লেখ করেছেন বিশপ।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040