'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
  2017-04-21 18:46:57  cri
এপ্রিল ২১: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছেন, চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবে চীন সরকার এবং বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে।

এদিন ২০১৭ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সম্মেলনের উদ্বোধনী প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, চীন সরকার এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-র সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে বিশ্বব্যাংক। এ সম্পর্ক আরো গভীরভাবে উন্নয়ন হবে।

মে মাসে বেইজিংয়ে অনুষ্ঠেয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামে তিনি অংশ নেবেন বলেও জানান।

(জিনিয়া ওয়াং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040