ফিলিস্তিন-ইসরাইল শান্তি বৈঠক দ্রুত পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে চীন
  2017-04-21 18:45:56  cri
এপ্রিল ২১: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ই গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছেন, ফিলিস্তিন ইস্যু হলো মধ্যপ্রাচ্য সমস্যার মূল। বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হলো ফিলিস্তিন ও ইসরাইলের উচিত সংযম বজায় রেখে শান্তি বৈঠক দ্রুত পুনরুদ্ধার করা।

এদিন নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য সমস্যা বিষয়ক এক বিতর্কে লিউ চিয়ে ই বলেন, সম্প্রতি ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতিতে দেখা যায় যে, ফিলিস্তিন ইস্যু মোকাবিলা না করা হলে তা মধ্যপ্রাচ্য অঞ্চল, এমনকি সারা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ফিলিস্তিন ও ইসরাইলের উচিত নিরাপত্তা পরিষদের ২৩৩৪নম্বর প্রস্তাব কার্যকর করে নিরীহ নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধ করা। আন্তর্জাতিক সমাজের উচিত এক সাথে ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব স্বীকার করা।

তিনি আরো বলেন, দু'পক্ষের দ্রুত শান্তি বৈঠক পুনরুদ্ধার দু'দেশের জনগণের কল্যাণের সঙ্গতিপূর্ণ একটি কৌশলগত আচরণ। দু'দেশ যত আগে বৈঠকে ফিরে আসবে তত আগে তা এ অঞ্চলের জনগণের জন্য কল্যাণকর হবে।

লিউ বলেন, ফিলিস্তিন সমস্যা ছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্য সমস্যাও অনেক বছর ধরে মোকাবিলা হয়নি। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে গঠনমূলক ভূমিকা পালন এবং এক সাথে দ্রুত মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক। (জিনিয়া ওয়াং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040