কাঠমান্ডুতে 'রেশমপথ পর্যটন বর্ষ' উপলক্ষ্যে চীন-নেপাল বিনিময় সম্মেলন অনুষ্ঠিত
  2017-04-20 14:57:07  cri

এপ্রিল ২০: 'রেশমপথ পর্যটন বর্ষ, ২০১৭' উপলক্ষ্যে গতকাল (বুধবার) কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয় চীন-নেপাল পর্যটন বিনিময় সম্মেলন। নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী দিলনাথ গিরি ও নেপালে চীনা রাষ্ট্রদূত ইউয়ু হং সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে ইউয়ু হং বলেন, চীন ইতিবাচকভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে এবং নেপাল এ কাজের গুরুত্বপূর্ণ অংশীদার। 'এক অঞ্চল, এক পথ' কৌশলের আওতায় দু'দেশের পর্যটন সহযোগিতা সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, চীন নেপালের দ্বিতীয় বৃহত্তম পর্যটকউত্স দেশ। ২০১৬ সালে চীনের এক লাখ চার হাজার পর্যটক নেপাল ভ্রমণ করে। অন্যদিকে, নেপালের ৭৬ হাজার পর্যটক ভ্রমণ করেছে চীন। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040