আজকের টপিক: ভবিষ্যতে নেটওয়ার্ক উন্নয়ন আমাদের জীবনে কি প্রভাব ফেলবে
  2017-04-19 16:04:35  cri


প্রিয় শ্রোতা, স্বশাসিত যানবাহনে বসে UltraHD TV দেখা অথবা নিজের ভিলা বাড়িতে আরাম চেয়ারে শুয়ে থাকা অনেক আরামদায়ক, তাইনা? চোখের সামনে সমুদ্র জলের ওপর বিশাল নীল আকাশ! আর পাশে রয়েছে স্মার্ট রোবট ওয়েটার! কেমন হবে বন্ধুরা! অতীতে এটা সায়েন্স ফিকশন থাকলেও বর্তমানে এটা কিন্তু কোনো সমস্যা নয়। গতপরশু চীনের নান চিন শহরের এক উপজেলায় শুরু হয়, ২০১৭ সালের বিশ্বের ভবিষ্যত নেটওয়ার্ক উন্নয়ন শীর্ষক সম্মেলন। এ সম্মেলন আমাদের অনেক কল্পনাকেই বাস্তবে আনার সম্ভাবনা তুলে ধরা হয়েছে।

প্রিয় শ্রোতা, আজকের টপিক অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে নেটওয়ার্ক উন্নয়ন আমাদের জীবনে কি প্রভাব ফেলবে, তা নিয়ে কিছু আলোচনা করবো।

২০১৭ সালের বিশ্ব ভবিষ্যত নেটওয়ার্ক উন্নয়ন শীর্ষসম্মেলন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরুন।

জি। এ শীর্ষসম্মেলন বিশ্বের ইন্টারনেট নেটওয়ার্ক সম্মেলনের পর চীনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নেটওয়ার্ক শীর্ষক সম্মেলন। চীনের ভবিষ্যত নেটওয়ার্কবিষয়ক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক শীর্ষ মহলের পন্ডিত, চীনের বৃহত্তম তিনটি ইন্টারনেট অপরেটার, স্পেনের টেলিফোনিয়াক (Telefonica) এবং ডাচেস টেলিকম (Deutsche Telekom) সহ বিশ্বের শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানগুলো এতে অংশ নিয়েছে। ভবিষ্যত নেটওয়ার্ক উন্নয়ন নিয়ে তারা আলোচনা করেছেন। এ শীর্ষসম্মেলনে প্রদর্শিত স্মার্ট রোবার্ট, বিগ ডেটা, স্মার্ট সিটিসহ প্রযুক্তি ও জীবনের সঙ্গে মিশ্রিত দৃশ্য সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

এবার বিস্তারিত কিছু আপলিকেশনের কথা জানিয়ে দেবেন?

এখন তো আমরা চীনে ফোরজি ইন্টারনেট ব্যবহার করছি। চীনের ১৫১টি ফরজি বেস স্টশন রয়েছে, যা গোটা বিশ্বের তিন ভাগের এক ভাগ। গ্রাহকের পরিমাণ ৫৪ কোটি। এখন ফাইভজি ইন্টারনেট নেটওয়ার্কের দিকে এগিয়ে যাচ্ছে চীন। ২০২০ সাল অর্থাত আগামী তিন বছরের পরই চীনে বাণিজ্যিকভাবে ফাইভ জি চালু হবে। ২০১৯ সালের অক্টোবরে ফাইভজি ইন্টারনেট নেটওয়ার্ক সম্পর্কি জাতীয় মানদন্ড প্রবর্তিত হবে।

ফাইভজি ফোরজি'র চেয়ে কতটা সুবিধাজনক?

একটি উদাহরণ দেই। আপনি তো জানেন, চীনের দ্রুত গতির ট্রেনে ফোরজি থাকলেও মাঝেমধ্যে যোগাযোগ ব্যাহত হয়। ফাইভজি চালুর পর প্রতি ঘন্টায় ৫০০ কিলোমিটারের ট্রেনেও আপনি খুব পরিস্কারভাবে ফোন যোগাযোগ করতে পারেন। ফোরজি'র তুলনায় ফাইভজি'র ব্যান্ড আরও বড় এবং আরও স্থিতিশীল,যা দ্রুত গতির ট্রেনে নেটওয়ার্কের চাহিদা মেটাতে পারে। ২০২০ সালে প্রত্যেকে ৫০ থেকে ১০০ মেগাবাইট ট্রাফিক উপভোগ করতে পারে। ফাইভজি ফরজি'র তুলনায় ১০ থেকে ১০০ গুণ দ্রুত হবে।

ভবিষ্যত নেটওয়ার্ক উন্নয়ন কেবল ফাইভজির উন্নয়নই নয়, স্মার্ট পরিধানযোগ্য ডিভাইস, স্মার্ট হোম, স্মার্ট সিটি, স্মার্ট রোবার্টসহ নানা প্রযুক্তিতে ব্যবহৃত হবে।

স্মার্ট হোম উদারণ দিয়ে বলি, আপনার ফ্ল্যাটে যদি এ ব্যবস্থা চালু থাকে, তাহলে আপনার জীবন কতো আরামদায়ক হবে চিন্তা করুন। গ্রীস্মকালে অফিস থেকে ফিরে যাওয়ার পরপরই এসি'র ঠান্ডা বাতাসের কারণে ফ্ল্যাট গরম হবে না। শীত্কালে বাসায় ঢোকার পরপরই গরম পানির শাওয়ার আপনার জন্য প্রস্তুত থাকবে। মিউজিক প্লেয়ারে গান চলতে থাকবে, দারুণ জীবন, তাইনা?

পরিধানযোগ্য ডিভাইসের ব্যাপক উন্নতি হবে। যেমন শিক্ষার্থীদের স্কুল থেকে পালিয়ে যাওয়ার সমস্যা বা স্কুলে সহিংসতার পথ বন্ধ হয়ে যাবে। বিশেষ একটি স্মার্ট ব্যান্ড পরায় স্কুলে ছাত্রছাত্রীদের অবস্থা জানতে পারবেন বাবা মা। এ স্মার্ট ডিভাইসের মাধ্যমে শিক্ষকরাও ছাত্রছাত্রীর মারামারি করছে কি না, অবস্থা কি এমন সব তথ্য পেয়ে যাবেন এবং তাদের ওপর আরও বেশি নজর রাখতে পারবেন। এমন কি অনেক দুর্ঘটনাও এড়ানো সম্ভব হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040