সিএএএস-এর গবেষক ফেরদৌস মোহাম্মদ শফিউল আযম ও মামীয়া বিনতে আহসানের সাক্ষাত্কার
  2017-04-17 13:37:18  cri

 


সুপ্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র বাংলা বিভাগের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানে আজ আপনারা চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সাইন্সেস (সিএএএস)-র পিএইচডি গবেষক ফেরদৌস মোহাম্মদ শফিউল আযম ও মামীয়া বিনতে আহসানের সাক্ষাত্কার শুনবেন।

ফেরদৌস মোহাম্মদ শফিউল আযম 'ভুট্টায় ফলিক এসিড তৈরি হওয়ার জন্য দায়ী জিন সনাক্তকরণ' বিষয়ে গবেষণা করছেন।

মামীয়া বিনতে আহসান 'কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ' বিষয়ে গবেষণা করছেন।

ব্যক্তিগত জীবনে তাদের দু'জনের সম্পর্ক স্বামী-স্ত্রী। সিআরআই বাংলার অনুষ্ঠানে আজ আমরা তাদের গবেষণার বিষয় সম্পর্কে শুনবো।

প্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কাছে চিঠি লিখবেন। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn।

রেডিও'র মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040