মস্কোতে রুশ প্রেসিডেন্ট ও চীনা উপপ্রধানমন্ত্রীর সাক্ষাত্
  2017-04-14 15:51:15  cri

এপ্রিল ১৪: গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় চীনের উপপ্রধানমন্ত্রী চাং কাও লি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতে চাং কাও লি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের কৌশলগত নেতৃত্ব এবং দু'দেশের শীর্ষনেতার প্রচেষ্টায় চীন-রাশিয়া সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার এ সফরের প্রধান লক্ষ্য বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার ভিত্তিতে দু'দেশের শীর্ষনেতার সমঝোতা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা এবং শীর্ষবৈঠকের প্রস্তুতি নেওয়া।

চাং কাও লি বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও ইউরেশিয়া অর্থনৈতিক লিগের সংযোগ দু'দেশের প্রেসিডেন্টের কৌশলগত সিদ্ধান্ত। দু'দেশের সংশ্লিষ্ট বিভাগ এটি বাস্তবায়নের চেষ্টা করছে।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং-এর আমন্ত্রণে পুতিন চীনে অনুষ্ঠিতব্য 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পুতিন জোর দিয়ে বলেন, চীনা পুঁজি বিনিয়োগকে স্বাগত জানায় রাশিয়া। দু'দেশের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা এবং দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী মস্কো।

গত বুধবার চাং কাও লি ও রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ইগোর সুভালোভের সঙ্গে চীন-রাশিয়া পুঁজি বিনিয়োগ ও সহযোগিতা কমিশনের চতুর্থ অধিবেশনে যোগ দেন। দু'দেশের উন্নয়ন কৌশল সম্প্রসারণ করা এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এবং ইউরোপ ও এশিয়ার অর্থনৈতিক লিগের সংযোগ জোরদারে একমত হয়েছে দুই পক্ষ।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040