মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে 'বাদল দিন' নামের একটি গান শোনাতে চাই। চীনের তাইওয়ানের একটি ব্যান্ড 'নানছুয়ানমামা'-র গান এটি। ২০০৪ সালে জুফাও, গাইরুই, দানথৌ ও ইউহাও চারজন ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন। এ বছরের ১১ মে ব্যান্ডটি প্রথম রক গানের অ্যালবাম প্রকাশ করে। তাইওয়ানের বিখ্যাত্ কণ্ঠশিল্পী ও সংগীত প্রযোজক চৌ চিয়ে লুন তাদের অ্যালবাম প্রযোজনা করেন। এ অ্যালবামের কয়েকটি গান টানা কয়েক মাস তাইওয়ানের শ্রেষ্ঠ সংগীত তালিকায় অবস্থান করে। ২০০৫ সালে জুফাও ও গাইরুই সংগীত প্রযোজক হিসেবে কাজ শুরু করেন।এরপর চাং চিয়ে ও নারী কণ্ঠশিল্পী লিয়াং সিন ই (লারা) ব্যান্ডটিতে অংশ নেন। একই বছরের অগাস্ট মাসে ব্যান্ডটি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে। এ অ্যালবামে ইলেকট্রনিক, ক্লাসিক্যাল, রক, লোক, পপ সঙ্গীত ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। ব্যান্ডটি এ বছর তাইওয়ানের বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করে। ব্যান্ডটির সদস্যরা সংগীত ছাড়াও টিভি সিরিজ ও চলচ্চিত্রে পরিবেশনা করেন। কিন্তু ২০১০ সালে চাং চিয়ে ও লারা ব্যান্ডটি ত্যাগ করেন। ২০১২ সালে ইউহাও ব্যান্ডটি ত্যাগ করেন। ২০১৫ সালে ছাও চিং হাও, ইয়ান চেং লান ও হং ইয়ান সিয়াং ব্যান্ডটিতে অংশ নেন। ২০১৫ সালের মে মাসে ব্যান্ডটি পুনরায় অ্যালবাম প্রকাশ করে।
টুটুল: 'বাদল দিন' গানের কথা হল, 'বাদল দিনে কি করবো? আমি তোমার কথা এত বলি। আমি তোমাকে ফোন করতে ভয় পাই, কারণ আমার ফোন করার কোনো কারণ নেই। অনিদ্রার কণ্ঠ এত পরিচিত। শান্ত অবস্থায় তোমার বিকল্প আমার সঙ্গে বৃষ্টির জন্য অপেক্ষা করছে। কেউ আমার মত নিজের প্রেমের অপেক্ষা করতে পারে না। তোমাকে ভালোবাসার পর আমি একাকীত্বের অনুভূতি জেনেছি। একা ছাতা ধরি, একা অশ্রু মুছে ফেলি, একা অনেক ক্লান্তি অনুভব করি। কি ধরনের বৃষ্টি, কি ধরনের রাত, কি ধরনের আমাকে তুমি মিস করতে পারো? বৃষ্টি কত বড়, রাত কত গভীর, তুমি আমার ওপর মনোযোগ দিতে পারো? তুমি বলবে না, আমি না থাকলে তোমার দুঃখ লাগবে। তুমি বলবে না, এখন অবস্থার পরিবর্তন করতে চাও'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।
(গান ১)
মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'বাদল দিন' গানটি।এখন আমি আপনাদেরকে 'ফেনা' নামের একটি গান শোনাবো। গেয়েছেন চীনের হংকংয়ের কণ্ঠশিল্পী দেং চি ছি। তিনি ১৯৯১ সালের ১৬ অগাস্ট শাংহাইতে জন্মগ্রহণ করেন। চার বছর বয়সে তিনি বাবা মার সঙ্গে হংকংয়ে যান। তার মা হলেন একজন সুরকার। তিনি ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনেক আগ্রহী। মাধ্যমিক স্কুল থেকে তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কার লাভ করেন। তিনি এক বছরে পাঁচটি স্বর্ণপদক লাভ করেছিলেন। ২০০৮ সালের ১০ জুলাই তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এরপর তিনি মার্কিন লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় অ্যালবাম প্রযোজনা করেন। ২০১৪ সালে চীনের মূলভূভাগে একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং দ্বিতীয় স্থান অর্জন করার পর তিনি সারা চীনে জনপ্রিয় হন। মার্কিন ম্যাগাজিন ফোর্বসের ২০১৬ সালের ৫ জানুয়ারি প্রকাশিত সারা বিশ্বের ৩০ বছর বয়সের কম সবচেয়ে সম্ভাবনাময় সঙ্গীতশিল্পীদের তালিকায় দেং চি ছি ছিলেন একমাত্র এশীয় কণ্ঠশিল্পী। ২০১৭ সালে তিনি চলচ্চিত্রে পরিবেশনা করেন।
টুটুল: 'ফেনা' গানটির কথা এমন, 'সূর্যালোকে ফেনা হল রঙিন। তার প্রতারণা আমার মত, আমার মনে ছিল সুখ। সঠিক ও ভুল জিজ্ঞাসা করি কেন? তোমার মিথ্যায় হয়তো তুমি আমাকে এখনো ভালোবাসো। যদিও ফেনা এত সুন্দর, তবুও মাত্র মুহূর্তে উজ্জ্বল। তোমার প্রতিশ্রুতি এত দুর্বল। কিন্তু ভালোবাসা ফেনার মত, যদি শুরুতে আমি জানতে পারি, তাহলে এখন আমার দুঃখ হবে না। কেন দুঃখ, দুঃখ কি? তোমার মন আমি জানি না, সেজন্য আমার এত দুঃখ। বৃষ্টিতে ফেনা, হঠাত্ ভেঙ্গে যাবে। আমাকে মিথ্যা বলবে না, আমি তোমার শান্ত ও নীরবতা যাচাই করবো'।
(গান ২)
মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'ফেনা' গানটি। এখন আমি আপনাদের 'আকাশ' নামের গান শোনাতে চাই। গেয়েছেন নারী কণ্ঠশিল্পী ওয়াং ফেই। তিনি ১৯৬৯ সালের ৮ অগাস্ট বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে সঙ্গীত প্রতিভা দেখা যায়। ১৯৮০ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশন (সিসিটিভি)-র বাচ্চাদের আর্ট দলে প্রবেশ করেন। তখন থেকে তিনি নিয়মিত সিসিটিভির অনুষ্ঠানে পরিবেশনা করতেন। ১৯৮৭ সালে তিনি সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের ভর্তি ত্যাগ করে মা বাবার সঙ্গে হংকংয়ে চলে যান। ১৯৮৯ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান হন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। তার সংগীতের নিজস্ব বৈশিষ্ট্য আছে। তিনি এ পর্যন্ত ৩০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেন। এছাড়াও তিনি একজন অভিনেত্রী হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। ২০০৫ সালের মার্চ মাসে ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত বিখ্যাত চীনা মানুষের তালিকায় তিনি পঞ্চম স্থান হন। এ বছরের মে মাস থেকে তিনি ধীরে ধীরে সংগীত মহলে কাজ কমিয়ে দেন। কিন্তু তার গান এখনো সারা চীন এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ায় জনপ্রিয়।
টুটুল: 'আকাশ' গানটির কথা হল, 'আমার আকাশ কেন অশ্রুতে ভরপুর? আমার আকাশ কেন সবসময় বিষাদগ্রস্ত মুখ। বিশ্বের অন্য দিকে প্রবাহিত হচ্ছি। একাকীত্ব আমার মন বারবার দখল করে। আকাশে দীর্ঘ 'মিসিং' লেখা। তোমার আকাশে ঠাণ্ডা চাঁদ আছে কিনা? বিশ্বের অন্যদিকে নির্বাসন করছো, একাকীত্ব প্রতিটি রাত দখল করে। আমাদের আকাশ কখন সংযুক্ত হবে। আমাদের আকাশ কখন একত্রিত হবে। বিশ্বের অন্য প্রান্তে অপেক্ষা করছি। আশা করি, আকাশে অশ্রু থাকবে না, আকাশ বিষাদগ্রস্ত মুখ হবে না'।
(গান ৩)
মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'আকাশ' গানটি। এখন আমি আপনাদেরকে 'ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষী হতে হয়' নামের গানটি শোনাতে চাই। গেয়েছেন সিয়াও সিয়াও। তিনি ১৯৭৮ সালে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিন বছর বয়সে তিনি হংকংয়ে চলে যান। তিনি ছোটবেলায় বাবার সঙ্গে সংগীত শুনতে পছন্দ করতেন। ১৯৯৮ সালে তিনি একটি চলচ্চিত্রে পরিবেশনা করার পর আনুষ্ঠানিকভাবে বিনোদন মহলে প্রবেশ করেন। ২০০৩ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। সংগীত ও অভিনেত্রী ছাড়া তিনি একজন টিভি অনুষ্ঠানের উপস্থাপিকা।
টুটুল: 'ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষী হতে হয়' গানটির কথা হল, 'আকাশ একটু অন্ধকার হয়েছে, পরিবেশ একটু নীল, চন্দ্রপ্রভা দেখতে অনেক উজ্জ্বল। আমাদের সংলাপ অনেক সহজ, শুনতে খুবই সাধারণ। কিন্তু তুমি উত্তেজিত হবে না। আমি জানি, সত্য তোমার জন্য খুবই কঠিন। হয়তো নির্ভুল আমার জন্য হল মিথ্যা। আগে আমি বলতে চাই না। আমি তোমার উচ্চাকাঙ্ক্ষা চাই। মিথ্যা জীবন আমি চাই না। আমি তোমার সুহৃদয় চাই। আমি জানি, বিশ্বে নির্ভুল ভালোবাসা নেই। মানুষের প্রতিশ্রুতি খুবই কম বাস্তবায়িত হয়। আমি 'খাঁটি তোমাকে' চাই'।
(গান ৪)
মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষী হতে হয়' নামের একটি গান। আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?
(বাংলা গান)
টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান,তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cr.com.cn
মুক্তা: এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।
টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।
মুক্তা/টুটুল: চাই চিয়ান। (ছাই/টুটুল)