পরিকল্পনা অনুযায়ী ৬০টিরও বেশি ভাষার এটি প্রকাশিত হবে। তিন কিস্তিতে তা প্রকাশ করা হবে। দ্বিতীয় কিস্তিতে ৩০টি ভাষায় অভিধান প্রকাশিত হবে। এতে মঙ্গোলীয়, থাই, ভিয়েতনামি, বর্মীসহ আসিয়ানের ১০টি ভাষা, হিন্দি, উর্দু ও নেপালিসহ দক্ষিণ এশিয়ার ৮টি ভাষা এবং পোলিশ, চেকসহ ১১টি পূর্ব ও মধ্য ইউরোপীয় দেশের ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় কিস্তিতে কাজাখস্তানসহ মধ্য এশিয়ার ৫টি দেশ, কমনওয়েলথের স্বাধীন দেশ, পূর্ব ও মধ্য ইউরোপের কিছু দেশ ও পশ্চিম এশিয়ার কিছু দেশের ভাষা অন্তর্ভুক্ত হবে।
(শুয়েই/তৌহিদ)