সময়ের আগেই কলম্বোর বিমানবন্দর সংস্কার প্রকল্প শেষ করেছে চীনা কোম্পানি
  2017-04-07 20:34:29  cri

এপ্রিল ৭: নির্ধারিত সময়ের আগে গতকাল (বৃহস্পতিবার) শ্রীলংকার রাজধানী কলম্বোয় বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংস্কার প্রকল্প শেষ করেছে চীনা কোম্পানি। এদিন এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়।

এদিন বিমানবন্দরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলংকার পরিবহন ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী নিমাল সিরিপালা সিলভা বলেন, এ প্রকল্পে চীনের জাতীয় বিমান প্রযুক্তি আন্তর্জাতিক প্রকৌশল কর্পোরেশন চমত্কার প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনা দিয়ে নির্ধারিত সময়ের আগে উচ্চ মানের রানওয়ে সংস্কার শেষ করেছে। এ প্রকল্প শ্রীলংকার পর্যটন ও পরিবহনসহ নানা ক্ষেত্রের উন্নয়নে সহায়ক হবে।

চীনের জাতীয় বিমান প্রযুক্তি আন্তর্জাতিক প্রকৌশল করপোরেশনের উপপ্রধান ব্যবস্থাপক লিউ হোং কুয়াং বলেন, চুক্তি অনুযায়ী সংস্কারের মেয়াদ মাত্র ৯০ দিন। সেই সঙ্গে বিমানবন্দর চালু রেখেই প্রকল্পের কাজ করতে হয়েছে। ফলে তা খুব কঠিন ছিল। চীনা কোম্পানি যত্নের সঙ্গে চুক্তির ১৮ দিন আগেই প্রকল্পের কাজ করেছে। বিমানবন্দরের রানওয়ে সময়মতো কার্যকর হয়েছে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040