তোমার জন্য গান: তোমাকে ভালোবাসতে চাই এ ভিড় জনতায়
  2017-04-07 16:37:18  cri



মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে একজন নারী কণ্ঠশিল্পীর গান শোনাতে চাই। তিনি হলেন স্যু রু ইউন। তার আসল নাম হল স্যু হং স্যিউ। তিনি ১৯৭৪ সালের ২০ সেপ্টেম্বরে চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তার কণ্ঠের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ১৯৯৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি মোট ১৬টি অ্যালবাম প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিককে বিয়ে করেন। আজকে আমি তার 'হঠাত্ তোমাকে ভালোবাসতে চাই' নামের গানটি শোনাতে চাই।

টুটুল: 'হঠাত্ তোমাকে ভালোবাসতে চাই' গানের কথা এমন, 'হঠাত্ তোমাকে ভালোবাসতে চাই এ অন্ধকার রাতে। তোমার পিঠের ওপর চোখ রাখলে আমার হৃদয় ছুঁয়ে যায়। হঠাত্ তোমাকে ভালোবাসতে চাই এ ভিড় জনতায়। তোমার পছন্দের গান গাইছি, তুমি আমার হৃদয় দখল করে আছো। আমি চরম পাগলামি করতে ভালোবাসি, হৃদয়ে ভালোবাসার অভাব। ভালোবাসার ঝড়ে ঘুড়ির মত পথ হারিয়ে গেছে। আমি এমনকি শ্বাসক্রিয়া করতে ভুলে গেছি। এখন তুমি আমাকে ভালোবাসার অনুভূতি জানিয়েছো'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

গান ১

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'হঠাত্ তোমাকে ভালোবাসতে চাই' গানটি। এখন আমি আপনাদেরকে 'একবার যথেষ্ট' নামের একটি গান শোনাতে চাই। গেয়েছেন ইয়াং যং ওয়েই (আস্কা ইয়াং)। তিনি ১৯৭৮ সালের ৪ এপ্রিল চীনের তাইওয়ানের থাওইয়ান শহরে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে তিনি তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ২০০৮ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ বছরে তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ছাড়াও একজন সংগীত প্রযোজক। তিনি চীনের মূলভূভাগে অনেক টিভি শো ও সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর সারা চীনে জনপ্রিয় হন।

টুটুল: 'একবার যথেষ্ট' গানের কথা এমন, 'তোমাকে হাসতে আমি দেখতে চাই, তোমার সঙ্গে খেলতে চাই, তোমাকে আমার আলিঙ্গনে আনতে চাই। এখন আমরা ঝগড়া করি, পরবর্তী সেকেন্ডে মিলিত হই। আমার তুমি তাই কান্না করতে ভয় লাগে না, আমার তুমি তাই ঝগড়া করতে ভয় লাগে না। কারণ তুমি হলে আমার অহংকার। দু'চোখ তোমার শরীরে থাকে, আমার হৃদয় অনেক আগে প্রস্তুতি নিয়েছে। একবার যথেষ্ট যে আমি তোমাকে নিয়ে ভ্রমণ করতে চাই। রৌদ্রোজ্জ্বল দিনে আমরা হাসি ও আনন্দে থাকি। তোমাকে আমার একমাত্র প্রয়োজন। বিশ্ব খুবই ছোট, আমি তোমার সঙ্গে সারা বিশ্বে ভ্রমণ করতে চাই। যেখানে দুঃখ নেই, সেখানে থাকবো। আমি তোমার সঙ্গে ভাবনাহীন সময়ে আস্তে আস্তে বয়স্ক হচ্ছি। তুমি কি জানো যে, আমার হৃত্স্পন্দন তোমার সঙ্গে যাচ্ছে'। বন্ধুরা, তাহলে চলুন, এখন আমরা একসঙ্গে গানটি শুনি, কেমন?

গান ২

মুক্তা: শুনছিলেন 'একবার যথেষ্ট' গানটি। এখন আমি আপনাদেরকে 'আলিঙ্গন ভুলে যাই' নামের গান শোনাতে চাই। গেয়েছে ফান ওয়েই বো। তিনি ১৯৮০ সালের ৬ অগাস্ট যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হল শাংহাই। তিনি একজন কণ্ঠশিল্পী, অভিনেতা ও টিভি উপস্থাপক। তিনি ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। ২০০১ সালের মার্চ থেকে তিনি চ্যানেল ভি'তে উপস্থাপকের কাজ শুরু করেন। একই বছরে তিনি একটি ভিটি সিরিজে পরিবেশনা করেন। ২০০২ সালের ডিসেম্বর মাসে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৪ সাল থেকে তিনি বিভিন্ন সংগীত ও অভিনেতার প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন।

টুটুল: 'আলিঙ্গন ভুলে যাই' গানের কথা হল, 'আমাকে দেয়া তোমার স্মৃতি এত সুন্দর, যেন ট্যাটুর মত মুছতে পারি না। আমি বরাবরই হাসতে থাকি, কারণ আমি তোমাকে দেখাতে চাই না আমার দুঃখ। আমি ভিড়ের মধ্যে লুকিয়েছি। আমার কাঁদতে ভয় লাগে। আমি দাঁড়াতে পারি না। আমি তোমার আলিঙ্গন ভুলে যেতে চাই, আমি তোমার হাসি ভুলে যেতে চাই, আমি আমাদের আগের সুন্দর সময় ভুলে যেতে চাই। আমরা দু'জন খুবই গর্বিত, আমরা দুঃখের কথা বেশি বলেছি। কার আলিঙ্গন? কে বিকৃত হাসছে? কে পিছনে তাকিয়ে অশ্রু মুছে দেয়? দুঃখিত, সব হলাম আমি। আমি ভালো না'। তাহলে চলুন শুনি, 'আলিঙ্গন ভুলে যাই' গানটি।

গান ৩

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'আলিঙ্গন ভুলে যাই' গানটি। এখন আমি আপনাদেরকে 'ভ্রমণের তাত্পর্য' নামের একটি গান শোনাতে চাই। গেয়েছেন ছেন ছি চেন (চীর চেন)। তিনি ১৯৭৫ সালের ৬ জুন চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন লোকগান কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও অভিনেত্রী। তিনি ছোটবেলা থেকে ক্লাসিক সংগীত শেখেন। কিন্তু বড় হওয়ার পর তিনি গিটার শেখা শুরু করেন। ১৯৯৫ সালে তিনি তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু কোনো পুরস্কার লাভ করেন নি। তিনি পরবর্তী বছরে পুনরায় একই প্রতিযোগিতায় প্রথম স্থান হন। তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ২০০১ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি মোট ৬টি অ্যালবাম প্রকাশ করেন। এছাড়াও তিনি বই প্রকাশ করেন।

টুটুল: 'ভ্রমণের তাত্পর্য' গানের কথা এমন, 'তুমি এত বেশি সুন্দর দৃশ্য দেখেছো, তুমি এত বেশি সুন্দরী দেখেছো। তুমি রাতে প্যারিস দেখেছো, তুমি তুষারে বেইজিং এসেছিলে। তুমি বইতে সত্য পড়েছিলে, কিন্তু তুমি জানো না আমাকে ভালোবাসার কারণ। তুমি জানো না আমার ভালোবাসা কি। তুমি জানো না, কখন আমাকে ভালবাসা শুরু করো। তুমি বলতে পারো না, আমাকে ত্যাগ করার কারণ। তুমি বিমানে অনেক দূরে গিয়েছিল, তুমি আমার জন্য সুভেনিয়ার কিনেছো। তুমি ম্যাপে প্রতিটি সুন্দর দৃশ্য সংগ্রহ করেছো। তুমি কামুক দ্বীপকে আলিঙ্গন করো, তোমার স্মৃতিতে রহস্যময় তুরস্ক আছে। তুমি চলচ্চিত্রে সুন্দর ও মিথ্যা দৃশ্য পছন্দ করো, কিন্তু তুমি ভ্রমণের তাত্পর্য জানো না'। গানটির কথা অসাধারণ। চলুন বন্ধুরা, আর দেরি না করে শোনা যাক 'ভ্রমণের তাত্পর্য' নামের গানটি।

গান ৪:

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'ভ্রমণের তাত্পর্য' নামের একটি গান। আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com.

মুক্তা: এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

মুক্তা/টুটুল: চাই চিয়ান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040