আজকের টপিক: ছিংমিং উত্সব
  2017-04-04 17:52:38  cri

 


প্রতিবছরের বসন্তকালে চীনারা ঐতিহ্যিক ছিং মিং উত্সব উদযাপন করেন ।

ছিংমিং উত্সব চীনের চান্দ্রবর্ষের ২৪টি পর্বের অন্যতম। প্রতিবছরের এপ্রিল মাসের প্রথম দিকে, সাধারণত ৪ বা ৫ এপ্রিল ছিংমিং উত্সবের দিন। তখন চীনারা সমাধিস্থলে গিয়ে প্রয়াত বাবা-মা বা আত্মীস্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন; উপকন্ঠের পার্কগুলোতে গিয়ে বসন্ত উত্সবের মনোরম দৃশ্য উপভোগ করেন; এবং ঘরের দরজায় উইলো গাছের পাতা ঝুলিয়ে বসন্তকে স্বাগত জানান।

চীনের কোনো কোনো জায়গায় ছিং মিং উত্সবকে 'ভূত উত্সব' বলা হয়। ছিংমিং উত্সবের আগে বা পরে লোকেরা সমাধিস্থলে যান। তারা কবরস্থানের আগাছা পরিষ্কার করেন, কবরের উপর কিছু নতুন মাটি দেন, মোমবাতি জ্বালান এবং কবরের সামনে ফুল দেন। কোনো কোনো অঞ্চলে চীনারা প্রাচীন রীতি অনুসারে একধরনের বিশেষ কাগজ দিয়ে তৈরি পরলোকের টাকা জ্বালিয়ে কবরে নতজানু করে প্রণাম করেন।

প্রাচীন সাহিত্য অনুসারে, খৃষ্টপূর্ব ২০৬ সালে হান রাজবংশ আমল থেকেই ছিংমিং উত্সব উদযাপন শুরু হয়। খ্রিষ্টীয় ১৩৬৮ সাল থেকে মিং ও ছিং রাজবংশ আমলে ছিং মিং উত্সবে চীনারা করবস্থলে বিশেষ ধরনের কাগজের টাকা জ্বালানো ছাড়া, সমাধিস্থলে দশ ধরনের তরিতরকারী রাখা শুরু করেন।

ছিং মিং উত্সবে পূর্বপুরুষদের কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদনের রীতি আজও প্রচলিত। তবে শ্রদ্ধা নিবেদনের প্রণালী আগের চেয়ে সহজতর হয়েছে। এখন ছিং মিং উত্সবে স্কুলের ছাত্রছাত্রী বা সরকারি সংস্থার কর্মীরা দলে দলে শহীদদের কবরে গিয়ে ফুলের তোড়া বা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিবছরের ছিং মিং উত্সব বসন্তকালের শুরুতে হয় বলে চীনারা এই উত্সবে শহীদ ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি উপকন্ঠে বসন্তকালের দৃশ্য উপভোগ করেন। তাই চীনের কোনো কোনো স্থানে ছিং মিং উত্সবকে 'থাছিন' উত্সব বলে। 'থাছিন' অর্থ বসন্তকালের সবুজ সমারোহের মধ্যে ঘুরে বেড়ানো।

প্রাচিনকালে ছিং মিং উত্সবে 'চিছাই' নামে এক ধরনের বুনো সব্জি সংগ্রহের রীতি ছিল। প্রতিবছরের ছিং মিং উত্সবের সময় অল্পবয়সী মেয়ে অথবা পরিবারের বউ-ভাবী উপকন্ঠে গিয়ে বসন্তকালের মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি বুনো সব্জি সংগ্রহ করতেন। তারা এই সব বুনো সব্জি টুকরো টুকরো করে কেটে ডাম্পলিং বা ইউয়েন সিয়াওয়ের পুরে মিশিয়ে খেতেন। বুনো সব্জির ডাম্ললিং ও ইউয়েন সিয়াওয়ের এক বিশেষ সুগন্ধ আছে। খেতে মজা লাগে। কোনো কোনো মেয়ে ছিং মিং উত্সবের দিন বুনো সব্জির ছোট ছোট সাদা ফুল চুলে গুজতেন, দেখতে খুব সুন্দর লাগতো।

চীনে ছিং মিং উত্সবে ঘুরি উড়ানো, দড়ি টানাটানি আর দোলনায় দোল খেলার রীতিও প্রচলিত আছে।

ছিং মিং উত্সব বসন্তের শুরুতে উদযাপিত হয়। ফলে এ সময় আবহাওয়া আরামদায়ক থাকে। বেশি শীতও না, আবার বেশি গরমও না। গাছে তখন কচিপাতা বের হয়, সর্বত্রই মনোরম দৃশ্য বিরাজ করে। এ সময় জমিতে বীজ বপনের সময়। চীনের কৃষকরা জানেন, ছিং মিং উত্সবের কাছাকাছি সময় শস্যের বীজ বপন করলে ফসল ভালো হবে; কোনো গাছের চারা লাগালে গাছ সতেজভাবে বড় হবে। মিং উত্সবে চীনারা উইলো গাছ লাগাতে পছন্দ করেন।

(ছিং মিং উত্সবে বাবাওশানের কাছে চীনা নাগরিকদের আত্মীয়স্বজনের কবরে শ্রদ্ধা নিবেদন করার দৃশ্য নিয়ে আলোচনা। বাংলাদেশের এমন রীতি আছে কী?)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040