জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন পার্টির সাধারণ সম্পাদকের সঙ্গে গুও জিনলংয়ের সাক্ষাত্
  2017-03-28 18:43:03  cri

মার্চ ২৮: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য গুও জিনলং গত ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দেশটির ক্ষমতাসীন পার্টি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সাধারণ সম্পাদক গয়েদ মানতাশের সঙ্গে সাক্ষাত্ করেন।

গুও জিনলং বলেন, চীন ও দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু'দেশের নানা ক্ষেত্রের বাস্তব সহযোগিতায় সাফল্য অর্জিত হয়েছে। দু'দেশের বর্তমান সম্পর্ক ইতিহাসের শ্রেষ্ঠ সময়ে রয়েছে। চীন দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা, পরস্পরের কাছ থেকে পার্টি ও দেশ প্রশাসনের অভিজ্ঞতা শেখা এবং দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক ত্বরান্বিত করতে ইচ্ছুক।

মানতাশে বলেন, দু'দেশের পার্টির যোগাযোগ ও সহযোগিতা থেকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অনেক শিখেছে। দক্ষিণ আফ্রিকা চীনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাস্তবায়ন করবে এবং দুই পাটির সম্পর্ক ত্বরান্বিত করতে ইচ্ছুক। (লেলিন/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040