রাশিয়ার ওপর থেকে শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেওয়া হবে: ইতালির  পররাষ্ট্রমন্ত্রীর আশাবাদ
  2017-03-28 15:33:40  cri
মার্চ ২৮: রাশিয়ার ওপর থেকে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা উঠে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো। তিনি গতকাল (সোমবার) মস্কোয় রুশ উপ-প্রধানমন্ত্রী আর্কাদি দিভোর্কোভিচ এবং পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে আলাদা বৈঠকে এ আশাবাদ প্রকাশ করেন। রুশ তথ্যমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আলফানো বলেন, মস্কোর ওপর থেকে খুব শিগগিরি যুক্তরাষ্ট্র ও ইইউ'র অবরোধ উঠে যাবে এবং রাশিয়া আবারও জি-৮ গ্রুপে ফিরে আসবে বলে তার দেশ আশা করে।

তিনি আরও বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংকট মোকাবিলায় রাশিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই রাশিয়ার সাথে সংলাপ দরকার। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040