চীনের দিয়াওয়ু দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের যেকোনো ব্যাপার ও কথায় কোনো কাজ হবে না:বেইজিং
  2017-03-28 15:18:15  cri
মার্চ ২৮: চীনের দিয়াওয়ু দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের যেকোনো ব্যাপার ও কথায় কোনো কাজ হবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

হুয়া ছুন ইং বলেন, দিয়াওয়ু দ্বীপপুঞ্জ ও কাছাকাছি দ্বীপগুলো চীনের সহজাত ভূখণ্ড। চীনের ভূখণ্ড ও সার্বভৌম ক্ষমতা সুরক্ষার দৃঢ় সংকল্প রয়েছে। জাপানের উচিত ইতিহাস ও বাস্তবতাকে সম্মান করা, সঠিকভাবে তরুণ প্রজন্মকে শিক্ষা দেওয়া এবং সংশ্লিষ্ট সমস্যায় মতভেদ সৃষ্টির ব্যাপার বন্ধ করা।

উল্লেখ্য, জাপানের স্কুলগুলোর পাঠ্যবইতে দিয়াওয়ু দ্বীপপুঞ্জকে জাপানের সহজাত ভূখণ্ড বলে উল্লেখ করা হয়। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040