সৌদি আরব জর্দানকে ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে
  2017-03-28 15:16:45  cri
মার্চ ২৮: সৌদি আরব প্রতিবেশী জর্দানকে ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। এ ঋণের অর্থ জর্দান ইউরেনিয়াম খনি খনন ও নিষ্কাশন, ছোট আকারের পারমাণবিক চুল্লির মাধ্যমে বিদ্যুত উত্পাদন, সমুদ্রের পানি লবণমুক্ত করার মাধ্যমে পানীয় জল উত্পাদনের কাজে লাগাবে।

গতকাল (সোমবার) জর্দানের রাজা আব্দুল্লাহ ও সৌদি আরবের সফররত বাদ্‌শাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদের উপস্থিতিতে ঋণচুক্তিটি স্বাক্ষরিত হয়। এদিন সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে আরও জানানো হয়, জর্দানের কিছু সড়ক মেরামতের জন্যও ঋণ পাবে দেশটি। সে লক্ষ্যেও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া, দু'দেশের মধ্যে তথ্যমাধ্যম, পানি, পরিবেশ ও জ্বালানি খাতে একাধিক সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040