আরব লিগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভা জর্দানে অনুষ্ঠিত
  2017-03-28 11:06:06  cri
মার্চ ৩৮: আরব লিগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সভা গতকাল (সোমবার) জর্দানে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এতে ফিলিস্তিন ইস্যু অধিক গুরুত্ব পায়।

সভায় আরব লিগের সভাপতিরাষ্ট্র জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়ামান আল সাফাদি বলেন, 'আরব বিশ্বের দুঃসময়ে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সংকট ও সংঘাতে এতদঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আরব লিগের সকল সদস্যদেশের জনগণের স্বার্থে আমাদেরকে সংঘাত ও সংকট মোকাবিলা করতে হবে।'

সিরীয় সংকট প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা একমত যে, কেবল রাজনৈতিকভাবে সিরীয় সংকট সমাধান সম্ভব। সিরীয় সংকটসংক্রান্ত প্রথম দফা জেনিভা শান্তি বৈঠকের মতৈক্য ও জাতিসংঘের ২২৫৪ নম্বর প্রস্তাব অনুসারেই এ ব্যাপারে প্রচেষ্টা চালাতে হবে। সে প্রস্তাব ও বৈঠকের মতৈক্য বাস্তবায়ন করলেই কেবল সিরিয়ার শান্তি, ঐক্য ও স্বাধীনতা নিশ্চিত হতে পারে।'

উল্লেখ্য, আগামীকাল (বুধবার) জর্দানেই আরব লিগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আরব লিগের ২২টি সদস্যরাষ্ট্রের শীর্ষনেতারা তাতে অংশগ্রহণ করবেন। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040