নেপালে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বেড়েছে
  2017-03-28 10:58:40  cri
মার্চ ২৮: নেপালে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুঁজি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গতকাল (সোমবার) বেইজিংয়ে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়।

চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদের প্রেসিডেন্ট চিয়াং জেং ওয়ে সম্মেলনে বলেন, চলতি বছরের জানুয়ারি মাসের শেষ নাগাদ পর্যন্ত নেপালে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সরাসরি বিনিয়োগের পরিমাণ ছিল ৩৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এ বিনিয়োগ নেপালের অর্থনীতিতে ও শিল্পায়নে ইতিবাচক ভূমিকা রাখছে এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোও তাতে লাভবান হচ্ছে।

চিয়াং জেং ওয়ে আরও বলেন, গত ১০ বছরে দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার থেকে ৮৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আর চলতি বছরের জানুয়ারি মাসে চীন-নেপাল দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৮ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশেরও বেশি।

নেপালের একজন সরকারি প্রতিনিধি সম্মেলনে বলেন, চীন নেপালের বৃহত্তম পুঁজি বিনিয়োগকারী রাষ্ট্র ও দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। তার দেশ অবকাঠামো, বিদ্যুত্, খনিজসম্পদ, তেল, আধুনিক কৃষি ও পর্যটনসহ বিভিন্ন খাতে আরো বেশি বিনিয়োগ করতে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানায়। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040