বেইজিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে নেপালি প্রধানমন্ত্রীর বৈঠক
  2017-03-28 10:33:59  cri

মার্চ ২৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) বেইজিংয়ে গণ মহাভবনে নেপালের সফররত প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন-নেপাল সহযোগিতা দুদেশের জনগণের জন্যই কল্যাণকর। দু'দেশের মধ্যে সুসম্পর্ক আছে এবং বিভিন্ন পর্যায়ে দু'পক্ষের মধ্য সার্বক্ষণিক যোগাযোগও বজায় রয়েছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, দু'দেশের উচিত পারস্পরিক আস্থা জোরদার করা এবং পরস্পরের মূল স্বার্থসম্পর্কিত ইস্যুগুলোতে একে অপরকে সমর্থন দিয়ে যাওয়া। তিনি 'এক অঞ্চল, এক পথ' কৌশলের আওতায় দু'দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন।

জবাবে নেপালি প্রধানমন্ত্রী তার দেশের উন্নয়নে অব্যাহত সাহায্য-সহযোগিতা দেওয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার দেশ 'এক চীন নীতি'তে অটল থাকবে এবং 'এক অঞ্চল, এক পথ' কৌশলের আওতায় চীনের সাথে বাণিজ্য, পরিবহন, অবকাঠামো, পর্যটন ও বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040