মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে জর্জিয়া-ইউক্রেন-আজারবাইজান-মলদোভা চুক্তি স্বাক্ষরিত
  2017-03-28 10:27:47  cri

মার্চ ২৮: নিজেদের মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের ব্যাপারে একমত হয়েছে জর্জিয়া, ইউক্রেন, আজারবাইজান ও মলদোভা। গতকাল (সোমবার) ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত এক সম্মেলনে এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়।

ইউক্রেন সরকারি ওয়েবসাইট প্রকাশিত এক খবরে বলা হয়, এ চুক্তি বাস্তবায়নের জন্য চার দেশ একটি সমন্বয় সংস্থা প্রতিষ্ঠা করেবে।

অন্যদিকে, ইউক্রেনের প্রধানমন্ত্রী সম্মেলনে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রকল্প বাস্তবায়নের কাজ চলতি বছরেই শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040