চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রথম সরকারি থিংকট্যাংক ইসলামাবাদে উদ্বোধন
  2017-03-28 10:25:50  cri
মার্চ ২৮: গতকাল (সোমবার) ইসলামাবাদে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরসংশ্লিষ্ট দক্ষতা উন্নয়নকেন্দ্রের উদ্বোধন করা হয়। এটি পাকিস্তানে করিডোরসংশ্লিষ্ট প্রথম সরকারি থিংকট্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও সংস্কারমন্ত্রী আহসান ইকবাল বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সাথে দু'দেশের ভাগ্য ও ভবিষ্যতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ করিডোরের নির্মাণকাজ সম্পন্ন হলে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ বাড়বে, জ্বালানির অভাব দূর হবে এবং অবকাঠামো উন্নততর হবে।

তিনি আরও বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরসংশ্লিষ্ট দক্ষতা উন্নয়নকেন্দ্রের মাধ্যমে জনসচেতনা সৃষ্টি এবং করিডোর নির্মাণকাজে ইতিবাচক ভূমিকা রাখা হবে।

পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত সুন ওয়েই তোং অনুষ্ঠানে বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধার, জ্বালানির অভাব পূরণ এবং যোগাযোগব্যবস্থা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040