আফগান সরকারের কাছে ১৮ তালিবান জঙ্গির আত্মসমর্পণ
  2017-03-28 10:05:38  cri
মার্চ ২৮: ১৮ তালিবান জঙ্গি গতকাল (সোমবার) আফগান সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। দেশটির নানগারহারের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, আফগান জাতীয় নিরাপত্তা বিভাগের প্রচেষ্টায় এ ১৮ জঙ্গি সহিংস কার্যকলাপ ত্যাগ করে দেশে চলমান ঐক্য ও শান্তি প্রক্রিয়াতে যোগ দিয়েছে।

আত্মসমর্পণ অনুষ্ঠানটি সোমবার প্রদেশের রাজধানী জালালাবাদে আয়োজন করা হয়। অনুষ্ঠানে তালিবানের একজন কমান্ডার দুটি রকেট লঞ্চার এবং একাধিক একে-৪৭ রাইফেলসহ বেশকিছু অস্ত্র সমর্পণ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার আত্মসমর্পণকারী জঙ্গিদের নিজ নিজ পরিবারের সঙ্গে পুনর্মিলনের এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেবে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার তালিবান জঙ্গি দেশের চলমান শান্তি প্রক্রিয়ায় যোগ দিয়েছে। তবে তালিবান পক্ষ বরাবরই এ ধরনের খবর অস্বীকার করে আসছে। (তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040