কেন্দ্রীয় সরকারের আস্থাভাজন একজন প্রশাসক নির্বাচিত হওয়ায় হংকং উপকৃত হবে: তুং চিয়েন হুয়া
  2017-03-27 15:57:01  cri
মার্চ ২৭: চীনের কেন্দ্রীয় সরকারের আস্থাভাজন জেং ইউয়েন অ হংকংয়ের পঞ্চম প্রধান নির্বাহী বা প্রশাসক নির্বাচিত হওয়ায়, বিশেষ এই অঞ্চলের জনগণ উপকৃত হবে। গতকাল (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে জেং ইউয়েন অ'কে অভিনন্দন জানিয়ে এ মন্তব্য করেন চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট তুং চিয়েন হুয়া।

বিবৃতিতে তুং চিয়েন হুয়া বলেন, হংকংয়ের নির্বাচন ন্যায়ভিত্তিক ও নিরপেক্ষ ছিল। নির্বাচন কমিটি নাগরিকদের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের আস্থাভাজন, অভিজ্ঞ ও দক্ষ একজনকে প্রশাসক নির্বাচন করেছে।

তিনি আরও বলেন, মূল ভূখণ্ডের অধীনে পুনরায় ফিরে আসার পর হংকংয়ে সাফল্যের সাথে 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি বাস্তবায়িত হচ্ছে। আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ হংকংয়ের স্বাতন্ত্র্য, আইন ও উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে ইতিবাচক মন্তব্য করছেন। কিন্তু এও স্বীকার করতে হয় যে, হংকংয়ের জনগণের জীবনমান উন্নয়নে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

তিনি আশা করেন, নতুন প্রশাসক হংকংবাসীর জন্য আরও উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টির জন্য প্রচেষ্টা চালাবেন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040