এশিয়ায় আঞ্চলিক সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  2017-03-27 15:55:05  cri
মার্চ ২৭: এশিয়ার আঞ্চলিক সহযোগিতাকে এক নতুন পর্যায়ে উন্নীত করার আহ্বান জানিয়েছেন চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ জেন মিন। তিনি গতকাল (রোববার) বোআও এশীয় ফোরামের এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান।

বৈঠকে তিনি বলেন, এশিয়ায় এখন বহুমাত্রিক, বহুমেরু ও বহুপক্ষীয় সহযোগিতার প্রবণতা লক্ষণীয়। এ প্রবণতা বিশ্বায়নের একটি শক্তিশালী চালিকাশক্তি। এশীয় আঞ্চলিক সহযোগিতা নতুন চ্যালেঞ্জের যেমন সম্মুখীন হচ্ছে, তেমনি এ সহযোগিতা থেকে নতুন নতুন সুযোগও সৃষ্টি হচ্ছে। এ প্রেক্ষাপটে, এশিয়ায় অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার অংশ হিসেবে দেশগুলোর মধ্যে উন্নয়ন ও নিরাপত্তা খাতে কল্যাণকর সহযোগিতা জোরদার করতে হবে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040