নেপাল-চীন সম্পর্ক দু'দেশের ভবিষ্যত উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে: নেপালি প্রধানমন্ত্রী
  2017-03-27 11:22:08  cri
মার্চ ২৭: নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড বলেছেন, তার দেশের সাথে চীনের সম্পর্ক দু'দেশের ভবিষ্যত উন্নয়ন ও সমৃদ্ধিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। তিনি গতকাল (রোববার) বেইজিং বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় এ মন্তব্য করেন।

প্রচণ্ড বলেন, নেপাল ও চীনের মৈত্রী সুদীর্ঘকালের। দু'দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে আদান-প্রদান কখনও থেমে থাকেনি। নতুন যুগে দু'দেশ অর্থ-বাণিজ্য, পর্যটন, অবকাঠামো নির্মাণ ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্যও অর্জন করেছে।

নেপালকে অব্যাহতভাবে সাহায্য-সহযোগিতা দিয়ে যাওয়ায় চীনকে ধন্যবাদ জানিয়েছে প্রচণ্ড বলেন, আরও বেশি বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠান তার দেশে বিনিয়োগ করবে বলে তিনি আশা করেন। আঞ্চলিক অর্থনীতির উন্নয়নে 'এক অঞ্চল, এক পথ' কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, তার দেশ সক্রিয়ভাবে এ কৌশল বাস্তবায়নকাজে অংশ নেবে।(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040