বেইজিংয়ে ওয়াং ইয়াংয়ের সঙ্গে নেপালি প্রধানমন্ত্রীর বৈঠক
  2017-03-27 10:05:53  cri

মার্চ ২৭: চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং গতকাল (রোববার) বেইজিংয়ে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হয়।

বৈঠকে ওয়াং ইয়াং বলেন, চীন নেপালকে 'এক অঞ্চল, এক পথ' কৌশলের গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে। চীন যোগাযোগ, অর্থনীতি ও বাণিজ্য, কৃষি ও পর্যটনসহ নানা ক্ষেত্রে নেপালের সাথে সহযোগিতা জোরদার করতে চায়।

জবাবে নেপালি প্রধানমন্ত্রী বলেন, তার দেশে 'এক চীন নীতি'তে অটল থাকবে। তিনি তার দেশের উন্নয়নে অব্যাহত সাহায্য-সহযোগিতা দেওয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেপাল চীনের প্রস্তাবিত 'এক অঞ্চল, এক পথ' কৌশল বাস্তবায়নে এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় অংশ নিতে ইচ্ছুক বলেও জানান পুষ্প কমল দাহাল। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040