দক্ষিণ সুদানে ত্রাণকর্মী হত্যার তীব্র নিন্দা জানালো জাতিসংঘ
  2017-03-27 09:53:56  cri
মার্চ ২৭: দক্ষিণ সুদানে সন্ত্রাসী হামলায় ৬ জন ত্রাণকর্মী নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটিতে জাতিসংঘ মানবিক সহায়তাবিষয়ক প্রধান ইউজিন ওউসু। গত শনিবার দক্ষিণ সুদানের জোবা থেকে পিবর যাওয়ার পথে একটি বেসরকারি সাহায্য সংস্থার এই ত্রাণকর্মীরা নিহত হন।
গতকাল (রোববার) প্রকাশিত বিবৃতিতে ইউজিন ওউসু এ হামলাকে 'জঘন্য' আখ্যায়িত করে বলেন, দক্ষিণ সুদানে ত্রাণ তত্পরতার চাহিদা যখন চরম পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই এই হামলা চালানো হলো। ২০১৩ সালের ডিসেম্বরের পর এমন গুরুতর ঘটনা আর ঘটেনি।
উল্লেখ্য, এর আগে চলতি মার্চেই দক্ষিণ সুদানে ত্রাণকর্মীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটে। তা ছাড়া, বেশ কয়েকটি ঘটনায় হামলাকারীরা ত্রাণসামগ্রী ছিনিয়ে নেয়। (শিশির/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040