ইরাকের মসুলে একটি ভবন থেকে ৬১টি লাশ উদ্ধার
  2017-03-27 09:53:05  cri

মার্চ ২৭: ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে-বিধ্বস্ত একটি ভবন থেকে ৬১টি লাশ উদ্ধার করা হয়েছে। ইরাকি সামরিক পক্ষ গতকাল (রোববার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সামরিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটি ভবনটি পরিদর্শন করেছেন। তারা বিধ্বস্ত ভবনের দেয়ালে বোমার আঘাত এবং ভবনের কাছাকাছি গাড়িবোমা বিস্ফোরণের আলামত পেয়েছেন।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায়, মসুলে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় শতাধিক বেসামরিক লোক নিহত হয়। বিমান হামলার সময় দুই শতাধিক বেসামরিক লোক প্রাণ বাঁচাতে ভবনটিতে আশ্রয় নেয়।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ইরাকি বাহিনী মসুলের পূর্বাঞ্চল আইএসমুক্ত করে এবং ১৯ ফেব্রুয়ারি পশ্চিমাঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু করে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, চার লক্ষাধিক বেসামরিক লোক মসুলে যুদ্ধের ফলে আটকা পড়েছেন। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040