জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তির আলোচনায় অংশ নেবে না উত্তর কোরিয়া
  2017-03-25 15:47:20  cri
মার্চ ২৫: উত্তর কোরিয়া অনুষ্ঠেয় জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তির আলোচনায় অংশ নেবে না।

গতকাল (শুক্রবার) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন।

তিনি বলেন, এ মাসের শেষ দিকে, আগামী জুন মাসের মাঝামাঝিতে ও জুলাই মাসের প্রথম দিকে জাতিসংঘ সদরদফতরে পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তির আলোচনা আয়োজিত হবে। কিন্তু এ বছর যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে কোরীয় উপদ্বীপে তাদের উপস্থিতি বৃদ্ধি এবং যৌথ সামরিক মহড়া আয়োজন করেছে। এ কারণে উত্তর কোরিয়ার উচিত পরমাণু অস্ত্রের আত্মরক্ষামূলক জাতীয় প্রতিরক্ষা জোরদার করা। সেজন্য এসব আলোচনায় অংশ নেবে না পিয়ংইয়ং। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040