২০১৭ সালের বোআও এশীয় ফোরাম উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন
  2017-03-25 11:00:53  cri
মার্চ ২৫: আজ (শনিবার) চীনের হাইনান প্রদেশে বোআও এশীয় ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

বার্তায় প্রেসিডেন্ট সি উল্লেখ করেন, বোআও এশীয় ফোরাম প্রতিষ্ঠার ১৬ বছরের মধ্যে এশিয়ার ঐক্য, সহযোগিতা জোরদার ও এশিয়ার প্রভাবের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আয়োজক হিসেবে ফোরামের অর্জিত সাফল্যে চীন আনন্দিত এবং এজন্য ফোরামের বিভিন্ন পরিষদ, উপদেষ্টা ও বিভিন্ন মহলের ব্যক্তিদের প্রচেষ্টার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

সি জোর দিয়ে বলেন, চলতি বছর বোআও ফোরামের প্রতিপাদ্য হল 'বিশ্বায়ন ও অবাধ বাণিজ্য: পরিপ্রেক্ষিত এশিয়া'।তা থেকে আন্তর্জাতিক সমাজ বিশেষ করে এশীয় দেশগুলোর অর্থনীতির বিশ্বায়ন ইস্যুর মনোযোগ প্রতিফলিত হয়েছে। অংশগ্রহণকারী প্রতিনিধিরা ব্যাপক আলোচনা ও প্রস্তাব পেশ করার মধ্য দিয়ে বিশ্ব ও আঞ্চলিক অর্থনীতির সম্মুখীন সমস্যা সমাধানে চমত্কার সিদ্ধান্ত প্রদান করবেন এবং যৌথভাবে আরো প্রাণশক্তি,সহনশীল ও টেকসই অর্থনৈতিক বিশ্বায়নের প্রক্রিয়া বাস্তবায়নের প্রচেষ্টা চালাবেন। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040