চীন-পাকিস্তান করিডোর নির্মাণকাজে আরও গতি আনতে হবে: হু ছুন ইং
  2017-03-24 19:17:56  cri
মার্চ ২৪: চীন ও পাকিস্তান পরস্পরের কৌশলগত অংশীদার। দু'দেশের বাহিনীর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী মৈত্রী। এ প্রেক্ষাপটে চীন-পাকিস্তান করিডোর নির্মাণকাজে আরও গতি আনা প্রয়োজন বলে বেইজিং মনে করে। চীনের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (শুক্রবার) রাজধানীতে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

সম্প্রতি চীনের গণমুক্তি ফৌজের গার্ড অব অনার দলের 'পাকিস্তান দিবসে'র কুচকাওয়াজে অংশ নেওয়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হু ছুন ইং আরও বলেন, ২০১৫ সালে পাকিস্তান জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের গণমুক্তি ফৌজের বিজয়ের ৭০তম বার্ষিকীর কুচকাওয়াজে অংশ নিয়েছিল। এবার পাকিস্তানের কুচকাওয়াজে চীনের সেনাদল অংশগ্রহণ করলো। এতে সামরিক খাতেও দু'দেশের পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব প্রতিফলিত হয়েছে।

মুখপাত্র আরও বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর দু'দেশের দীর্ঘস্থায়ী সহযোগিতার কাঠামোতে নির্মিত হচ্ছে এবং এটি 'এক অঞ্চল, এক পথ' কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। এ প্রকল্পটি দু'দেশের যৌথ উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040