এশীয় আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যত সম্ভাবনা উজ্জ্বল: বোআও ফোরামে চীনের উপ-প্রধানমন্ত্রী
  2017-03-24 19:12:10  cri
মার্চ ২৪: চীনের উপ-প্রধানমন্ত্রী চাং কাও লি বলেছেন, বর্তমান বিশ্বে এশিয়ার উন্নয়নের সম্ভাবনা সবচেয়ে বেশি। এশীয় আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যতও খুবই উজ্জ্বল। আজ (শুক্রবার) চীনের হাইনান প্রদেশে বোআও এশীয় ফোরামের বার্ষিক অধিবেশনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্পপতিদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

চাং কাও লি বলেন, সকল দেশের উচিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ রক্ষায় কাজ করা। তিনি এ সময় সহযোগিতামূলক ও সকলের জন্য কল্যাণকর চিন্তাধারা এবং উন্মুক্তকরণ, সহনশীলতা, ও ভারসাম্যপূর্ণ নীতির আলোকে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040